|
Date: 2023-01-21 09:46:22 |
◾ আলোকিত মানুষ হও ◾
ফিরোজা সামাদ
প্রতিদিন হও আলোকিত ভোর
রেশমি লালে তুমি,
জ্বলজ্বল করবে সূর্যের মতোই
সকল দিবস যামি !!
ফুলের মতো ফুটে উঠে তুমি
সুবাস ছড়িয়ে দাও,
শাদা কাগজের পাতায় পাতায়
কাব্যে ভরিয়ে নাও !!
পাখির মতো স্বাধীনতায় তুমি
কলকাকলীতে মাতো,
হেসে খেলে বাঁচো নির্মলতায়
বিশুদ্ধ বাতাসের মতো !!
সোঁদা মাটির গভীর থেকে
ফুঁড়ে ওঠো বৃক্ষ হয়ে,
সবুজে সবুজে ভরে দাও ধরা
তোমার শুদ্ধ মমতায় !!
অনিন্দ্য প্রেমে বয়ে যাও তুমি
সহস্র নদীর মতো,
ধুয়ে মুছে সব জলাঞ্জলি দাও
আছে কালিমা যতো !!
খরস্রোতা হয়ে নিয়ে যাও ওই
সাগরের অতল বুকে,
তোমার জন্য বাঁচুক ধরণী
শুদ্ধ নিঃশ্বাসে সুখে !!
রাতকে ভাসাও জোছনার জলে
শতবর্ষের সুর তানে,
নির্মল হও ওই আকাশের মতো
ভেসে যাও গানে গানে !!
সহস্র প্রদ্বীপ জ্বালিয়ে গাও
অনিয়ম ভাঙার গান,
যে গানের সুরে উঠবে জেগে
লক্ষ মানবিক প্রাণ !!
© Deshchitro 2024