সিজেকেএস- কনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগ ২২-২৩,  আগামি ২২ জানুয়ারী   রবিবার সকাল ৯টায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হতে  যাচ্ছে।
 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত লিগের উদ্বোধন করবেন সাবেক মেয়র ও সিজেকেএস সাধারন সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন স্পন্সর প্রতিষ্ঠান কনফিডেন্স সিমেন্ট লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর জহির উদ্দিন আহমেদ। ১০ লক্ষাধিক টাকার বাজেটের এইবারের লিগে অংশগ্রহন করছে মোট ১৫টি দল। লিগের উদ্বোধনী ম্যাচ ছাড়া বাকী খেলাগুলো অনুষ্ঠিত হবে সাগরিকা মহিলা কমপ্লেক্স মাঠে।
২১ জানুয়ারী শনিবার বিকালে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম মিলনায়তনে লিগ উদ্বোধন পূর্ব সাংবাদিক সম্মেলনে সিজেকেএস ক্রিকেট কমিটি সম্পাদক এ কে এম আবদুল হান্নান আকবর  সংবাদ সম্মেলনে  সাংবাদিকদের  এসব তথ্য জানান। উক্ত  সাংবাদিক সম্মেলনে স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ সিজেকেএস কর্মকতারা উপস্থিত ছিলেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024