|
Date: 2022-08-15 15:43:04 |
১৫ আগস্ট জাতির জনক শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী নানান কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়েছে।
সোমবার ১৫ আগষ্ট ২০২২খ্রিঃ সকাল ১০ টার দিকে উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উখিয়া নুরুল ইসলাম চৌধুরী গুলজার বেগম উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও গণভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে বলেন, বাংলার ইতিহাসের কলঙ্কিত দিন আজ, ১৯৭৫ সালের আজকের এই দিনে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে কতিপয় উচ্চ বিলাসী বিশ্বাসঘাতক সেনা অফিসারের হাতে নির্মম ভাবে শহীদ হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কোন দলের নয় “তিনি পুরো বাঙালি জাতির প্রেরণার উৎস। এর আগে জাতীয় পতাকা (অর্ধ নমিত), কালো ব্যাজ ধারণ, শোক র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা।
© Deshchitro 2024