সাতক্ষীরার পাটকেলঘাটায়  ইজারাকৃত সরকারি পেরী-পেরি সম্পত্তি  প্রায় অর্ধকোটি টাকার বিনিময়ে হস্তান্তর করার অভিযোগ উঠেছে । সুত্রে জানা যায় পাটকেলঘাটা পশ্চিম বাজারে ১নং খাস খতিয়ানের ১৪২১ দাগের সরকারি পেরী-পেরিভুক্ত প্রায় তিন শতক জমি উপর নির্মিত তিনটি দোকান ঘর ইজারা গ্রহীতারা পাশ্ববর্তী প্রভাবশালী ব‍্যবসায়ীদের নিকট ৩৯ লক্ষ টাকার বিনিময়ে হস্তান্তর  করিয়াছে। দোকান তিনটির ক্রয়কারী যথাক্রমে (১)শেখ মোস্তাইন বেল্লা পিতা মৃত শেখ আনসার উদ্দীন সাং চৌগাছা  ১১০০০০০(এগার লক্ষ )টাকা (২)মো: ইব্রাহিম   পিতা মো: ইসলাম সাং পাটকেলঘাটা (পশ্চিমপাড়া)১৩০০০০০(তের লক্ষ)টাকা(৩)মিন্টু বিশ্বাস পিতা অজ্ঞাত সাং যুগীপুকুরিয়া১৫০০০০০(পনের লক্ষ)টাকা।উক্ত দোকান তিনটি চৌগাছা গ্রামের মৃত নছিমউদ্দীন শেখের ছেলে শেখ আহসান হাবিব ২০১৬ সালে নিজ নামে তার বড় ছেলে  ও নাবালক ছোট ছেলের নামে সহ নিজের শ‍্যালক কাজী রুহুল আমিনের নামে ইজারা  গ্রহনের বিষয়টি জানা গেছে। পেরি-পেরী সম্পত্তি ইজারা গ্রহণ করিয়া নীতিমালা বহির্ভূতভাবে হস্তান্তর করিয়ছে।যাহার ইজারা  কেস নং যথাক্রমে ২৪৩,২৪৪,২৪৫,২৪৬/১৫-১৬, এবং ইজারা  বহি নং ৫৬০৪০ ও ৫৬০৪২ তাং ২০/৬ / ২০১৬ বলে জানা জায়। ঘটনার অনুসন্ধানে জানা যায় দোকান ঘর হস্তান্তরকারী উক্ত সম্পত্তি তার মামা মৃত শেখ ইউসুফ  এর কাছ থেকে দেখভাল করার সুবাদে মামার মৃত‍্যুর পর মামাতো ভাই-বোনদের নায‍্য অধিকার থেকে বঞ্চিত করে সংশ্লিষ্ট কতৃপক্ষকে ম‍্যানেজকরে নিজ নামে ইজারা গ্রহন করে। সে কারনে সুচতুর আহসান হাবিব মোটা টাকায় উক্ত দোকান ঘর হস্তান্তর করে কেটে পড়েছেন। ইজারাকৃত দোকান হস্তান্তর  এর বিষয়ে  কতৃপক্ষের অনুমোদিত পত্র আছে কিনা জানতে চাইলে আহসান হাবিব এই প্রতিবেদক কে জানান  আমার দোকান আমি বিক্রয় করেছি তা ডিসি অফিসের অনুমোদন লাগবে কেন? পেরি-পেরী সম্পত্তি হস্তান্তর এর বিষয়ে পাটকেলঘাটা ভূমি অফিসের তহশীলদার এইপ্রতিবেদক কে জানান ঘটনা লোকমূখে শুনে আমি গিয়ে দেখে এসে সহকারি কমিশনার ভুমি  (তালা)কে অবহিত করেছি। তিনি ব‍্যাবস্থা নিবেন বলে আমাকে আশ্বস্থ করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024