|
Date: 2023-01-23 14:06:53 |
বগুড়ার নন্দীগ্রামে ২০পিচ ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বু্ড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামের শাজাহান আলীর ছেলে সুলতান হোসেন (২৬), রফিকুল ইসলামের ছেলে আলী আজম (২২), কুদ্দুস আলীর ছেলে জাকারিয়া হোসেন (১৯)।
সোমবার (২৩শে জানুয়ারী) সকাল সারে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের দিক-নির্দেশনায় এসআই শরিফুজ্জামান, এএসআই মিন্টুর রহমান, এএসআই আল-আমিন, এএসআই মামুনুর রশিদ উপজেলার ধুন্দার হিন্দুপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০পিচ এ্যামফিটামিন যুক্ত ইয়াবা ট্যাবলেট সহ তাদের গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
© Deshchitro 2024