কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট দোস্তপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৫৫) মৃত্যু হয়েছে। 


সোমবার (২৩ জানুয়ারি ) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ জানায়, নিহত ওই অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ী গামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি কবুরহাট দোস্তপাড়া এলাকায় প্রবেশের সময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024