নাজিবুল বাশার: টাংগাইল মধুপুরের কৃতি সন্তান এ সময়ের জনপ্রিয় কন্ঠশিল্পী এবং পাঞ্জেরি ব্যান্ড এর লিড ভোকাল ও প্রতিষ্ঠাতা  এস কে সাগর শান ছোটবেলা থেকেই গানের প্রতি আসক্ত ছিলেন।তিনি মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি-এইচএসসি ও প্রাণীবিদ্যা বিভাগ,আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ থেকে অনার্স-মাষ্টার শেষ করেন। বতর্মানে তিনি  সংগীত নিয়েই আছেন ।  ২০২২ সালে তিনি কন্ঠশিল্পী হিসেবে "এজেএফবি স্টার অ্যাওয়ার্ড "পান। সম্প্রতি এটিএন বাংলার চেয়ারম্যান  ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনায়,  কাহিনী আবুল হোসেন মজুমদার, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায়  আনোয়ার শিকদার,  প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস এর আলোচিত চলচ্চিত্র "ভালোবাসি তোমায়" চলচ্চিত্রের টাইটেল গানে তিনি সংগীত পরিচালনা করেছেন। গানটিতে তার বিপরীতে কন্ঠ দিয়েছেন "পরান "চলচ্চিত্রের "চলো নিরালায় " খ্যাত কন্ঠশিল্পী আতিয়া আনিসা। তার সুর ও সংগীত পরিচালনায় "খোদা জানে " শিরোনামে আরেকটি চলচ্চিত্রে গানের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। গানটিতে তার বিপরীতে কন্ঠ দিয়েছেন শ্রাবণী সায়ন্তনী। চলচ্চিত্রের নাম পরে জানানো হবে। তার রিলিজ হওয়া উল্লেখ যোগ্য গানগুলো হলো-"খোকা বাবুর রাজত্ব",  "মায়াবী রাত", "রক্ত", "ভাগ্য নেই" ইত্যাদি।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024