লোহাগাড়া উপজেলার সাংগঠনিক সম্পাদক, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির জনকল্যাণ বিষয়ক সম্পাদক, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী এডভোকেট মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক সাহেবকে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রিয় কমিটি কতৃক নতুনরুপে চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বান্দর জেলার দায়িত্ব অর্পন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির মহাসচিব কামরুল ইসলাম কতৃক স্বাক্ষরিত পত্র তাহার হাতে দেওয়া হয়। 

 

উল্লেখ্য যে, এডভোকেট মাষ্টার মোহাম্মদ  মিয়া ফারুক সাহেব লোহগাড়ার কৃতি সন্তান, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। তিনি লোহাগাড়া উপজেলা সহ বিভিন্ন এলকায় বিভিন্ন সামাজ উন্নয়ন কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে তিনি বহু মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান নির্মান সহ বহু সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছেন। তদুপরি তিনি চার মেয়াদে লোহাগাড়া উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি  হিসাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংস্থার কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব রত আছেন। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024