কবিঃ  মহিউদ্দিন আহমেদ রিপন 

পথে যাদের জীবন তাদের  আছে পণ, 

শহর বা উপশহরে বিভিন্ন স্টেশনে এদের বিচরণ ।

অতি পরিচিতি চেহারায় দুঃখ, ময়লা যুক্ত বস্তা হাতে ,

কাগজ বোতল কুড়ায় তাদের বলে টোকাই বা পথশিশু।

অনেক সময় খালি গায়ে ছেড়া জামা কাপড় পড়ে থাকে,

ভিক্ষাবৃত্তি করে ঘুরে বেড়ায় জীবনের তাগিদে ।

দিনশেষে ফেরা হয় বস্তি, রেললাইন, শপিং মলের সামনে,

অথবা  ফ্লাইওভার ও পরিত্যক্ত সিঁড়ির নিচে।

বেঁচে থাকার আহার টুকু রোজগার করতে না পারায়,

জড়িয়ে পড়ে নানা রকম  অপরাধমূলক কর্মকাণ্ডে। 

ওরা রাস্তাঘাটে অনিরাপদ হচ্ছে নেশাগ্রস্ত,

সামান্য লোভ দেখিয়ে, ওদেরকে ব্যবহার করা হচ্ছে নানা রকম রাজনৈতিক  কর্মকাণ্ডে।

মায়ের আঁচলে মুখ লুকানো সুখ নেই তাদের কপালে।

সব্যসাচী মানুষের ধিক্কার  চড়-থাপ্পড়,

তাদের জন্মগত পাওনা।

ওরা কখনো হেল্পার কখনো ফুল বিক্রেতা,

এদেরকে নিয়ে ভাবনার সময় নেই কারো,

প্রতিকূল পরিস্থিতিতে, কারো সহানুভূতি পায় না কখনো। 

জানতে চাইলে বলে আমাদেরও লেখাপড়া করতে ইচ্ছে হয়।

সুযোগ পেলে মানুষ হবো আমাদেরও আছে অধিকার।

আসুন সবাই তাদের হয়ে আওয়াজ তুলি 

পথশিশু মুক্ত বাংলাদেশ গড়ি।   


উপদেষ্টা পথশিশু নিকেতন ফাউন্ডেশন হবিগঞ্জ


,প্রতিষ্ঠাতা সাধারণ, সম্পাদক, লাখাই  সাহিত্য পরিষদ,  হবিগঞ্জ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024