|
Date: 2023-01-25 09:38:09 |
নওগাঁর নিয়ামতপুরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গলী অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র ক্রীড়ানুরাগী শেখ কামালের স্মরণে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস চূড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের উদ্যোগে, উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং ওয়াল্টনের সৌজনে ২৫ জানুয়ারী বুধবার সকালে নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ চুড়ান্ত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিয়ামতপুর উপজেলা প্রেস কাবের উপদেষ্টা আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নিয়ামতপুর সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার জাকির হোসেন, নিয়ামতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ তবিবর রহমান। বেলা ৩টায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
© Deshchitro 2024