নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার নন্দীগ্রামে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত 


বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মনসুর হোসেন ডিগ্রী কলেজ মাঠে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।


এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি, জেলা পরিষদের সদস্য মকবুল হোসেন,  ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, ক্রীড়া শিক্ষক আব্দুস সোবাহান, এনামুল হক, আশরাফুল আলম, ক্রীড়া সংস্থার সদস্য মুক্তার হোসেন বকুল, এফ ফারুক কামাল, আবু সাঈদ, কামরুল হাসান সবুজ, সানোয়ার হোসেন মিলন প্রমূখ।


উপজেলার ২৪ টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিফা নুসরাত এর সভাপতিত্বে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024