ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বছরব্যাপী তৃণমূল জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীগ সরকারের উন্নয়ন ও সাফল্য প্রচারের উদ্যোগ নিয়েছে ভালুকা উপজেলা কৃষক লীগ সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া। বুধবার বিকেলে সংবাদ সম্মেলন করে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ভালুকা উপজেলা শাখা কৃষক লীগ।


ভালুকা উপজেলা কৃষক লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ওই কর্মসূচি বাস্তবায়নের ঘোষনা দেন তিনি।   


ভালুকা কৃষি একাডেমি কার্যালয়ে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে উপজেলা কৃষক লীগ সভাপতি আহসান হাবিব মোহনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তার ওই উদ্যেগকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা কৃষক লীগ সহ সভাপতি মো. মফিজুর রহমান, ভরাডোবা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আফতাব পাঠান, রাজৈ ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, হবিরবাড়ি ইউনিয়ন কৃষক লীগ সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমূখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024