নোয়াখালীর সেনবাগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ শহীদুল ইসলাম।


বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে সেনবাগ থানা প্রাঙ্গণে বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।


বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম সেনবাগ থানা প্রাঙ্গণে তৃতীয় লিঙ্গের মানুষ, ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহাদের মাঝে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশপাশ থেকে ছুটে আসা প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ ও পথশিশু। পরে সবাইকে সুশৃঙ্খলভাবে কম্বল তুলে দেন পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম। কম্বল পেয়ে খুশি অসহায় শীতার্তরা।


এবিষয়ে মোঃ শহীদুল ইসলাম বলেন, বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের পক্ষ থেকে জেলা জুড়ে প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এসময় ছয় শতাধিক শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল করা হবে।


এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) মোঃ নাজমুল হাসান রাজিব,পিপিএম,  সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল ভিপি , সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নেতা জিএস মোশাররফ হোসেন,   সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী, ওসি তদন্ত রুহুল আমিন সহ সেনবাগ থানার অফিসার ও ফোর্স।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024