|
Date: 2023-01-26 06:20:37 |
মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, শ্রীবরদী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার শেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডিসেম্বর/২০২২ মাসের শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। ওই সময় ওসি বিপ্লব কুমার বিশ্বাসের পক্ষে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর হাত থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান। এ বিষয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাস ১৯ মে ২০২১ ইং তারিখে শ্রীবরদী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। উল্লেখ্য, এর আগেও তিনি বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব থাকাকালীন সময়ে রেঞ্জ ও জেলা পর্যায়সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন।
© Deshchitro 2024