সরস্বতি পূজা হিন্দু সম্প্রদায়ের বিদ্যা ও সঙ্গীতের দেবী। সাধারণত শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুকা পঞ্চমী তিথিতে সরস্বতি পূজার আয়োজন করা হয়ে থাকে। বিশেষ করে বিদ্যার দেবী হিসাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠান ও পারিবারিকভাবে সরস্বতি পূজার আয়োজিত হয়। বৃহস্পতিবার সাতক্ষীরার সমগ্র শ্যামনগর উপজেলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হল বিদ্যার দেবী সরস্বতি পূজা।
উপজেলায় সরস্বতি পূজা উপলক্ষ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য মন্ডপে বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করা সহ পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।উপজেলা সদরে নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সরস্বতি পূজা মন্ডপে শিক্ষাথী ও শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। শ্যামনগর আতরজান মহিলা কলেজের সরস্বতি পূজায় শিক্ষক,শিক্ষার্থীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাবেক এমপি এ কে ফজলুল হক, উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন প্রমুখ। বাদঘাটা পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ প্রমুখ।
সরস্বতি পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুন্সিগঞ্জ ধানখালী গ্রামে সরস্বতি পূজা মন্ডপে ২৭ জানুয়ারী কবি গানের আয়োজন করা হয়েছে। আটুলিয়া সরস্বতি পূজা মন্ডপে ভাগবত পাঠের আয়োজন করা হয়েছে। উপজেলায় বৃহত আকারে সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়েছে নকিপুর হরিতলা সার্বজনীন দূর্গা মন্দির মন্ডপ, শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ, মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পোড়াকাটলা দ্বীপায়ন মাধ্যমিক বিদ্যালয়, বনশ্রী শিক্ষা নিকেতন মাধ্যমিক বিদ্যালয় সহ অন্যান্য স্থানে।
সরস্বতি পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মন্ডপে ছোট শিশুদের হাতে খড়ি দিতে দেখা গেছে। তার শিক্ষা জীবনের শুভ সূচনা করা হয়েছে এই পূজা অনুষ্ঠানের মধ্য দিয়ে। হিন্দু ধর্মীয় উৎসব হিসাবে পূজা উপলক্ষে প্রায় পরিবারে পায়েস পিঠারও আয়োজন করতে দেখা গেছে। বিভিন্ন পেশা জীবিরা তাদের পেশা সম্পর্কিত বই বা কাগজ পত্র,বাদ্য যন্ত্র ও অন্যান্য কিছু সরস্বতি পূজার স্থানে রেখে দিয়ে আরোধনাও করতে দেখা গিয়েছে। প্রবীনদের মতে প্রাচীনকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে সরস্বতি পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। বিশেষ করে হিন্দু শিক্ষার্থী ও সঙ্গীত প্রিয়দের এটি গুরুত্বপূর্ণ দিন যা অনেকে মত প্রকাশ করেন।
ছবি- শ্যামনগর আতরজান মহিলা কলেজ সরস্বতি পূজা মন্ডপে শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সহ অন্যান্য অতিথিবৃন্দ।