|
Date: 2023-01-28 01:55:26 |
" জীবন পরিক্রমা "
---প্রফেসর ড.মোহাম্মদ আবু নাছের।
জীবন যখন চলমান, তখন সময়কাল স্রোতের গতিতে প্রবাহমান। কথায় আছে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
সময় চলে যাচ্ছে কিন্তু আমরা তার মূল্যায়ন করছি না । ভুলে যাচ্ছি পরিচিত ব্যক্তিকে। কারণ জীবন ও জীবিকার তাগিদে কেউই কারো খবর নিতে পারছিনা।
কেন যেন আমরা সবাই স্বার্থপর হয়ে যাচ্ছি । স্বার্থের জন্য জীবন পরিক্রমায় আমরা যুদ্ধাহত যোদ্ধা কিন্তু তার সাথে মন্যুষত্ব, বিবেক ও বুদ্ধি চলমান জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত।
আজ আছি, কাল হয়তো থাকবো না ! থাকবে রেখে যাওয়া ব্যবহার ও চালচলন। এ দিয়েতো একজন মানুষের মাপকাঠি বিশ্লেষণ যোগ্য। যখন একের পর এক বিদায় নেবে এ পৃথিবী থেকে, তখন ধারাবাহিকতায় আফসোস করা ছাড়া কিছুই করার পথ নেই।
দেখুন,পড়ুন,ভাবুন ও যথাযথ পদক্ষেপ গ্রহণে সচেষ্ট হই এবং একে অপরের সহযোগী হিসেবে পাশে দাঁড়ানো চেষ্টা করি,তাহলে দেখবেন সকল কাজেই উৎসাহ এসে যাবে।
মহান সৃষ্টিকর্তা আমাদেরকে সৎ কাজের জন্য মনোবল ও আমল করার তৌফিক দিন্। আমিন।
© Deshchitro 2024