|
Date: 2023-01-28 05:31:51 |
নাজিবুল বাশার: টাঙ্গাইলের মধুপুরে ঐতিহ্যবাহী শিশু শিক্ষালয় মধুপুর প্রি-ক্যাডটে স্কুল এর শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি শারীরিক, মানসিক ও মননশীল কর্মকান্ডের আত্মপ্রত্যয়ী উদ্দীপ্ত ভূমিকার মানসে অন্যান্য বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ও ২৮ জানুয়ারি শুক্রবার ও শনিবার সকাল ৮.৩০মি. থেকে এ অনুষ্ঠানটি দুইদিন ব্যাপি। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ফরমান আলীর সভাপতিত্বে মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ আয়োজন করে।
অন্য দিনের মধ্যে ১ম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. তৈমুর ইসলাম, মধুপুর প্রি-ক্যাটেড স্কুলের প্রধান শিক্ষক মোজাফর আকন্দ বাদল, এ্যাপারেল ওয়েট প্রোসেসিং লিমিটেড সিইও জোবায়ের হাসান শিপলু প্রমূখ।
অনুষ্ঠানের ২য় দিনে উপস্থিত ছিলেন মধুপুর প্রি-ক্যাটেড স্কুলের প্রধান শিক্ষক মোজাফর আকন্দ বাদল, সমাজসেবা কার্যালয়, জামালপুর, উপ-পরিচালক রাজু আহমেদ, গেøাবাল মার্চেন্ডাইজার, এইচ এন্ড এম লিমিটেড ইঞ্জিনিয়ার রচিবুল হাসান রনী, বিএসসি ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) ম্যানেজিং ডাইরেক্টর ডিজেডআইএনএস মিথ লিমিটেড নিলয় কুমার ঘোষ প্রমূখ।
এ অনুষ্ঠানটি পরিচলনা করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটি। খেলাধুলা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন।
© Deshchitro 2024