|
Date: 2023-01-28 11:36:08 |
যশোরের অভয়নগর উপজেলা ছাত্রলীগের আয়োজনে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্য স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে সায়েন্স অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শাহ্ খালিদ মামুনের সভাপতিত্বে উক্ত মহাবিদ্যালয়ের মাঠে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপ-উপাচার্য অধ্যাপক ড. সোবহান মিয়া। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি তরফদার গোলাম মোস্তফা, আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র এনামুল হক বাবুল, সাধারণ সম্পাদক সরদার অলিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক গাজী নজরুল ইসলাম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সহযোগী অধ্যাপক ইকরামুল হক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ে উপাধ্যক্ষ প্রশান্ত কুমার বিশ্বাস, সাবেক ভিপি ও ইউপি চেয়ারম্যান সানা আব্দুল মান্নান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রওশন কবীর টুটুল, নওয়াপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ শান্ত, ছাত্রলীগ নেতা মোসাদ্দেক হায়াত রুম্মান প্রমুখ।
প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির নতুন ও পুরাতন ২০০ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
© Deshchitro 2024