◾ স্পোর্টস ডেস্ক 


শ্বাসরুদ্ধকর ম্যাচে কুমিল্লার কাছে মাত্র ৪ রানে হেরেছে ইয়াসির আলীর খুলনা খুলনা টাইগার্স। লিটন দাস-মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে কুমিল্লা সংগ্রহ করেছে ২ উইকেট হারিয়ে ১৬৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রানে অপরাজিত থাকেন রিজওয়ান। এছাড়া লিটন করেন ৫০ রান। খুলনার হয়ে ১ টি করে উইকেট পেয়ছেন ওয়াহাব রিয়াজ এবং নাহিদুল ইসলাম। 


জবাবে ব্যাট করতে নেমে তামিম ১৪, অ্যান্ড্রু বালর্বিনি ৩৮, শাই হোপ ৩৩, আজম খান ১, মাহমুদুল জয় ২৬, সাইফুদ্দিন ৮ রানে ফিরে গেলে অধিনায়ক রাব্বী ও পাকিস্তানে ওহাব রিয়াজ চেস্টা করেন দলকে জয়ে বন্দরে নেওয়ার জন্য কিন্তু শেষ দিকে নাসিম শাহ ও মোসাদ্দেকের বোলিং তোপে সেই করা সম্বব হয়ে ওঠে নি।


শেষ ওভারে ১৭ রানের দরকার ছিল, কিন্তু ৫ বলে ১১ রান তুলতে পারলেও শেষ বলে ৬ রান নিতে পারেননি ইয়াসির আলী। মাত্র ১ রান নিলে ৪ রানে জয় পায় কুমিল্লা। এতে ১০ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে চ্যাম্পিয়নরা। 


এর আগে শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে বেশ ধীরগতিতে রান তুলতে থাকেন কুমিল্লার দুই ওপেনার।

 

ক্রিজে থিতু হওয়ার সাথে সাথে রানের চাকা বাড়াতে থাকেন লিটন-রিজওয়ান। অর্ধশতক তুলে আর ক্রিজে টিকতে পারেননি লিটন। নাহিদুলের বলে ৫০ রানে বিদায় নেন এই ওপেনার।


তিন নম্বরে নেমে জনসন চার্লস বেশ দ্রুত গতিতে রান তুলতে থাকেন। খুলনার বোলারদের একের পর এক সীমানাছাড়া করেন। তবে ক্যারিবীয়ান এই ব্যাটারের ব্যাট থামে ৩৯ রানে। ওয়াহাব রিয়াজের বলে মাহমুদুল জয়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান এই ব্যাটার।


শেষ দিকে খুশদিল শাহকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে থাকেন রিজওয়ান। ইনিংসের শেষ দিকে রিজওয়ান তুলে নেন অর্ধ-শতক। ১৩ রানে অপরাজিত থাকেন খুশদিল। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023