ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ’র (সিওয়াইবি) নবীন বরণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াই টায় বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের সামনে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হক মিরাজ। পরে নবীন সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। পরিচয় পর্ব শেষে নবীন সদস্যদের মধ্য থেকে কয়েকজন অনুভূতি প্রকাশ করেন।

সংগঠনের অর্থ সম্পাদক গোলাম রাব্বানির সঞ্চালনায় অনুষ্ঠানে ভোক্তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি আল- আমিন। অভিযোগের পদ্ধতি ও প্রতিকার সম্পর্কে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান। ভোক্তা অধিকার আইন সম্পর্কে বক্তব্য রাখেন আইন সম্পাদক নওরীন নুসরাত।

পরে, নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সংগঠনের সভাপতি শাহেদুল ইসলামের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024