|
Date: 2023-01-29 07:52:14 |
ভালুকায় গতরাতে বেসরকারি মোহাম্মদিয়া হাসপাতালে সিজারের মাধ্যমে মেদুয়ারী ইউনিয়নের রব্বানীর স্ত্রী হালিমা বেগম (৩৫) নামে এক গর্ভবতী মহিলার শনিবার রাতে একসাথে তিনটি ফুঁটফুটে নবজাতকে শিশুর জন্ম দিয়েছেন। নবজাতক শিশুর মধ্যে এক ছেলে ও দুই মেয়ে।
বর্তমানে নবজাতক শিশু তিনটি ও মা সুস্থ আছেন বলে জানাযায়।
© Deshchitro 2024