নাজিবুল বাশার: রক্ত দানে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন মধুপুরের প্রভাষক নাজিবুল বাশার । নাজিবুল বাশার ভাইঘাট আইডিয়াল ডিগ্রি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে সঙ্গে কাজ করে যাচ্ছেন। পরিবেশ ও রক্ষা উন্নয়ন সোসাইটির টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক। তিনি গত কয়েক বছরে পর পর ৫ বার আত্নমানবতার সেবায় রক্ত দিয়ে অসহায়ের পাশে দাঁড়িয়েছে। স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করার লক্ষ্যে রক্ত জোগাড়ে সহযোগিতাসহ সামাজিক ও মানবতার কাজে বিশেষ অবদান রেখে চলছেন। এ কাজের স্বীকৃতি স্বরূপ স্বেচ্ছাসেবী সম্মননা দিলেন হৃদয়ে মধুপুর ব্লাড সোসাইটি নামক একটি বেসরকারি সংগঠন। নাজিবুল বাশার টাঙ্গাইল থেকে প্রকাশিত দৈনিক যুগধারা পত্রিকায় মধুপুর প্রতিনিধি হিসাবে কাজ করছেন।
২৭ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় মধুপুর প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানে এ সংগঠনের সভাপতি রাসেল কবির, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, আরশেদ আলম, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সুমন ও রুহুল আমিন সম্মননা প্রদান করেন।
তিনি রক্তদান করে তাৎক্ষনিক ফেইসবুকে নিজের ছবি পোস্ট করে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি । ফটো কনস্টেটে লাইক ও কমেন্ট সর্বচ্চো পাওয়ায় তিনি প্রথম হয়েছিলেন।
এ সংগঠনটি ২০২১ সালের আগস্ট মাস হতে যাত্রা শুরু করে নানান সামাজিক ও মানবিক কাজে নিয়োজিত আছে। এ পর্যন্ত ৯’শ অধিক রক্ত সংগ্রহ করে দিয়েছে বলে জানায় হৃদয়ের ব্লাড মধুপুর সোসাইটির সভাপতি রাসেল কবির। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা প্রতিটি ঘরে ঘরে রক্তদাতা তৈরি করা। রক্তের অভাবে আর যেন কেউ মৃত্যু বরণ না করে। অসহায় ও দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে এ সংগঠনটি যথা সাধ্যের মধ্যে সহযোগিতা করে থাকে। বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকে এ সংগঠনটি।