|
Date: 2023-01-29 13:01:07 |
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে উপজেলার ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী ওই খেলা উদ্বোধন করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহাকারী কমিশনার (ভূমি) তাজমিন আলম তুলি। বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আহমদ চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী সাইফুল ইসলাম বাবু, রামেন্দ্র মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাজিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা খুরশিদ আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি বেলাল হোসেন, কল্যান্দী ফয়জুল উলুম মাদ্রাসার সুপার আকতারুজ্জামান ফয়েজী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রিড়া শিক্ষকগণ।
© Deshchitro 2024