|
Date: 2023-01-29 13:56:58 |
ময়মনসিংহের নান্দাইলে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির ৭৮ তম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ জানুয়ারী) রবিবার সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুর রশিদের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. হাসান মাহমুদ জুয়েল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহমুদুর রশিদ ,জেলা পরিষদ সদস্য মোঃ আবু বক্কর সিদ্দিক বাহার, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ, সাংবাদিক এনামুল হক বাবুল, আলম ফরাজি প্রমুখ।
সভায় সাম্প্রতিক সময়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিঃবিভাগে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুরো স্বাস্থ্য কমপ্লেক্সকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন এই সিদ্ধান্ত গ্রহণের কথা জানান।
এছাড়াও হাসপাতালের পয়ঃনিষ্কাশনের জন্য ড্রেন সম্প্রসারনের কাজ পরিদর্শন করেন এবং সন্তোষজনক বলে মন্তব্য করেন।
© Deshchitro 2024