চরজব্বর থানায় দানবীর  সুপারম্যান শীতবস্ত্র বিতরণ করেন। 


রিপন মজুমদার জেলা প্রতিনিধি। 


বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশন এর উদ্যোগে  নোয়াখালী জেলা পুলিশের আয়োজনে চরজব্বর থানা কর্তৃক অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন নোয়াখালী জেলা দান বির পুলিশ সুপারম্যান মো: শহীদুল ইসলাম,পিপিএম বার।


এ বিষয়ে জেলা পুলিশ সুপারম্যান মো: শহীদুল ইসলাম, পিপিএম (বার) বলেন,পুলিশর দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার দশ থানায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হবে । 

মঙ্গলবার ৩১ জানুয়ারি চরজব্বর থানা এলাকার ৫০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন।


আমরা ইতিমধ্যে বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ, সুধারাম, চাটখিল, সোনাইমুড়ী, থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছি। তিনি আরো বলেন স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল বিতরণ করে যাব।  

এসময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) বিজয়া সেন, চরজব্বর থানার অফিসার ইনচার্জ সহ থানার অফিসার ফোর্স ও স্থানীয় জনপ্রতিনিধি বিন্দু।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024