নোয়াখালীর সেনবাগ উপজেলার সেনবাগ সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কানিজ ফাতেমা সেরা জয়িতা হিসেবে প্রথমে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।

পরবর্তীতে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবারো সেরা জয়িতা নির্বাচিত হন।

মঙ্গলবার (৩১ জানুয়ারী ) চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে "শিক্ষা ও চাকুরীক্ষেত্রে  সাফল্য অর্জনকারী নারী" হিসেবে সকাল ১১ ঘটিকায়  চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার ড. মোঃ আমিনুর রহমান, এনডিসি এর নিকট হতে সেরা জয়িতার  পুরস্কার গ্রহণ করেন।

তিনি একজন জয়িতা,এক মহিয়সী,শোষণের শিকল পেরিয়ে হয়েছেন আজ গরিয়সী।তিনি অপরাজেয়,তিনি দুর্বার;বাঁধার সকল তালা ভেঙ্গে করেছেন চুরমার। তিনি দুর্জয়, তিনি সংগ্রামী- উপেক্ষিত এক নারী,কাঠ-কয়লার উঁনুন পেরিয়ে দেখিয়েছেন "আমিও জিততে পারি" ! 

 কানিজ ফাতেমা সকলের নিকট দোয়া কামনা করছেন।  আল্লাহ যেন শিক্ষার আলোকবর্তিকায় সকলকে প্রজ্জ্বলিত করার জন্য তাঁকে নেক হায়াত,দীর্ঘায়ু, সুন্দর,সুস্থ ও সফল জীবন দান করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024