|
Date: 2023-02-02 08:12:35 |
এবারের বইমেলায় প্রকাশিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গোপাল রায় এর প্রথম কাব্যগ্রন্থ ‘দ্বিবীজপত্রী অপুষ্পক যতিচিহ্নের স্মৃতিকাল’। বইটির প্রচ্ছদ করেছেন প্রকাশক এস এম জসিম ভূঁইয়া। প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশিত বইটি অমর একুশে বইমেলায় প্রকাশনীর ৫৯৭ ও ৫৯৮ নম্বর স্টলে পাওয়া যাবে। বইটির মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা।
ক্ষুদ্র খড়কুটোর জীবনে কুটকুট করে খেলে যায় সৃষ্ট শিল্পের জগৎ। কখনো গান আসে, গল্প আসে বা কখনো আসে জীবনের পঙক্তিমালা। সেসব জীবনের অবিচ্ছেদ্য অতিপ্রাকৃতিক ঘটনার প্রথম সম্মিলন "দ্বিবীজপত্রী অপুষ্পক যতিচিহ্নের স্মৃতিকাল"।
হাসোজ্জ্বল, উদ্যোমী, স্বপ্নবাজ ও প্রতিভাবান তরুণ গোপাল রায়। পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্প কলার ইতিহাস বিভাগে। লেখালেখির পাশাপাশি সম্পাদনা করছেন কবি ও কবিতার ছোট কাগজ ‘হৃদয় হ র ণ’ ও ‘নির্বাধ’।
গোপাল রায়ের জন্ম নীলফামারীর ডোমার উপজেলার নয়ানী বাগডোকরা গ্রামে। বাবা জয়হরি রায় ও মা সুমিত্রা রানীর তিন সন্তানের মধ্যে তিনিই বড়।
© Deshchitro 2024