|
Date: 2023-02-03 09:55:22 |
মৌলভীবাজারে ইসলামী যুব আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে বহস্পতিবার বিকাল ৩টায় শহরের দিল্লি রেস্টুরেন্টের হল রুমে যুব সম্মেলন ২০২৩ এর আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মাওলানা আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও সহসভাপতি জুলফিকার আল মাকনুন এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইনের যৌথ সঞ্চালনায় যুব সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি এহতেশাম বিল্লাহ আজিজী।
সম্মেলনে ২০২৩-২০২৪ সেশনের জন্য ইসলামী যুব আন্দোলনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মাওলানা জুবায়ের আহমদ জুবেল, সহ-সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হোসাইন এর নাম ঘোষণা করে তাদের শপথ পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মুফতি এহতেশাম বিল্লাহ আজিজী।
সম্মেলনে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সেক্রেটারি হাফিজ মাওলানা সোলাইমান আহমদ, প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ জুবেল, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, মাওলানা মুজাহিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সহ-সভাপতি জুলফিকার আল মাকনুন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মৌলভীবাজার জেলার সভাপতি মোহাম্মদ শিব্বির আহমদ উসমানী, বাংলাদেশ মুজাহিদ কমিটি মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ কাওছার আহমদ প্রমুখ।
© Deshchitro 2024