|
Date: 2023-02-03 14:43:53 |
◾ মোঃ আবু সাঈদ
সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের সুভদ্রাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্যন্ত অবহেলিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি অত্র গ্রামের একমাত্র বাতিঘর। স্কুলটি কয়েকবার কপোতাক্ষে বিলীন হয়েছে। এমনিই এলাকাটি নদীভাঙন কবলিত হওয়ায় বারবার বিভিন্ন ঘূর্ণিঝড় গুলোতে প্লাবিত হয়ে বারবার স্কুলটি ক্ষতিগ্রস্ত হয়।
২০১৪-২০১৫ অর্থাবছরে সেখানে দুই শ্রেনিকক্ষ ও একটা অফিস কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ হয়। যেটাতেও শিক্ষার্থীদের বসার জায়গার সংকুলন হয় না। ফলে, দীর্ঘদিন যাবৎ উর্ধতন কর্মকর্তাদের বারবার দৃষ্টি আকর্ষণ করার ফলে সেখানে আগের বিল্ডিং এর উপরে আরো তিনতালা সহ মোট চারতালা ভবনের নির্মাাণ কাজ শুরু হয়। তবে ঠিকাদারের গড়মসি সহ নানা জটিলতার কারণে বর্তমানে নির্মাণ কাজ স্থগিত রয়েছে। ফলে ভোগান্তিতে রয়েছে শিক্ষক ও শিক্ষার্থীরা।
একটা রুমে দুই শ্রেণির শিক্ষার্থীরা পড়ালেখা করছে৷ অন্য শ্রেণি কক্ষটি একই সাথে আরেকটি শ্রেণির ও অফিসের কার্যক্রম করতে হচ্ছে । ফলে শিক্ষার্থীদের পড়ালেখার পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। মনোযোগের সাথে পড়ালেখা কোনোক্রমেই সম্ভব হচ্ছে না।এই অবস্থায় কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য দৃষ্টি আকর্ষণ করছি
লেখক: মোঃ আবু সাঈদ
সাবেক শিক্ষার্থী, সুভদ্রাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আশাশুনি, সাতক্ষীরা।
© Deshchitro 2024