বিনোদন ডেস্ক :


সাংবাদিকতাকেই ভবিষ্যত পেশা হিসেবে বেছে নিচ্ছেন অভিনেত্রী দীঘি? এমন প্রশ্নভক্তদের মাঝে।   যদিও পূর্বের একাধিক সাক্ষাৎকারে দীঘি বলেছিলেন তিনি আর্কিটেক্ট হতে চান। সে পথেই হাঁটার কথা ছিল। সদ্য দীঘি উচ্চমাধ্যমিক পাশ করেছেন। এরপর স্থপতি হিসেবে নিজেকে তৈরি করার পথেই হাঁটার কথা ছিল। কিন্তু হুট করেই সে সিদ্ধান্ত বদল করে সাংবাদিক হওয়ার থে হাঁটতে শুরু করলেন প্রার্থনা ফারদীন দীঘি।   

চাচ্চু খ্যাত অভিনয়শিল্পী দীঘি ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে ব্যাচলরে ভর্তি হয়েছেন। বিষয়টি নিজেই ফেসবুকে জানান দিলেন।  মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগে পড়াশোনা করার আগ্রহ কেন? সুব্রত কন্যা বলেন, আমি চলচ্চিত্র বিষয়ক আরো জ্ঞান নিতে চাই। এছাড়াও সাংবাদিক্তা পেশাটাকেও ভালো লাগে। আমি লেখালেখিও পছন্দ করি। এসব ভেবেই আমি এই বিষয়ে ভর্তি হলাম।  

এর আগে স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন প্রার্থনা ফারদীন দীঘি। চিত্রনায়িকা হিসেবে অভিষিক্ত হবার পরে ‘তুমি আছো তুমি নেই’ ও ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ শিরোনামের দুটি ছবি মুক্তি পেয়েছে দীঘির।  ‘শেষ চিঠি’ নামের একটি ওয়েব ফিলম একটি ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পেয়েছে। এই ওয়েব ফিল্মের অভিনয় দীঘি এনে দিয়েছে প্রশংসা।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024