কক্সবাজার কলাতলী আবাসিক হোটেল আরএম গেস্ট হাউসে স্ত্রীকে হত্যার দায়ে সালাহ উদ্দিন (৩০) নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। সালাহ উদ্দিন নোয়াখালীর বাটিয়া ৩নং ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।


মঙ্গলবার (২ আগস্ট) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন এ রায় দেন। একই সাথে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদিউল আলম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।


সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১১ অক্টোবর মিনা সরকার (২৬) নামে এক নারীর গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে পুলিশ। কক্সবাজার কলাতলী আরএম গেস্ট হাউসের ২০১ নং কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ১২ অক্টোবর কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার সিংহ বাদী হয়ে মামলা করেন। মামলার একমাত্র আসামি করা হয় স্বামী পরিচয় দেওয়া সালাহ উদ্দিনকে। ২০১৮ সালের ২২ মে মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেন তদন্ত কর্মকর্তা দীপক কুমার সিংহ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024