|
Date: 2022-08-16 14:35:36 |
আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নের বিছটে নদীর পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম আবির হোসেন। বয়স দেড় বছর। সেমাবার (১৫ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
বিছট গ্রামের আছাদুল সরদার বিছট নদীর বেড়ী বাঁধের পাশে বসবাস করেন। সোমবার দুপুর ১২.৩০ টার দিকে শিশুটির মা নদীতে ঠেলা জাল টেনে মাছ ধরছিলেন। শিশুটি পাশে খেলা করছিল। সবার অজান্তে সে নদীতে পড়ে যায়। বেলা ১টার দিকে স্থানীয় মুনছুর সরদার শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে খবর দিলে বাচ্চার মা ছেলেকে না দেখতে পেয়ে ছুটে গিয়ে দেখেন তার ছেলে মারা গেছে। বাচ্চাহারা মায়ের ক্রন্দনে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।
আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ঘটনার সত্যতা স্বীকার করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
© Deshchitro 2024