আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় মাহিন্দ্র
ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (৫ ফেব্রুয়ারী) সকাল ৭টায় হলদেপোতা টু প্রতাপনগর সড়কের
গোয়ালডাঙ্গা সত্যরঞ্জন মন্ডলের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী
সুত্রে জানাগেছে, গোয়ালডাঙ্গা গ্রামের রঞ্জন পাগলের স্ত্রী প্রমিলা মন্ডল
(৫০) বাড়ি থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে
রাস্তায় দু' টা মাহিন্দ্র ট্রাক্টর ক্রসিং করার সময় একই গ্রামের শামসুর
গাজীর ছেলে নাসির গাজীর মাহিন্দ্র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই
তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ
ব্যাপারে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম) জানান,
পুলিশ পাঠানো হয়েছিল সেখান থেকে একটি মহেন্দ্র ট্রাক্টর জব্দ করা হয়েছে।
তবে ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন অভিযোগ পাওয়া
যায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক বিষয়টি খতিয়ে দেখা হবে।