নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের প্রতিবন্ধী মো. রাব্বি হোসেনের বাড়িতে গিয়ে জেলা প্রশাসন নোয়াখালীর পক্ষ থেকে একটি হুইল চেয়ার উপহার দেন নোয়াখালীর জেলা প্রশাসক   দেওয়ান মাহবুবুর রহমান।


রোববার ( ৫ ফেব্রুয়ারী )   নোয়াখালীর জেলা প্রশাসক গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে রাব্বি এবং তার পরিবারের দুরাবস্থার কথা জানতে পেরে সশরীরে উপস্থিত হয়ে তাকে হুইল চেয়ার, নগদ আর্থিক সহায়তা প্রদান করেন। 


এছাড়াও তিনি রাব্বির কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশ প্রদান করেন। এসময় জেলা প্রশাসক সাথে বেগমগঞ্জ উপজেলার  উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), প্যানেল মেয়র এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024