নোয়াখালীর সেনবাগে সংখ্যালঘু বৌদ্ধদের ২০০'শ বছরের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দোকান নির্মাণ করেছে স্হানীয় এক ভূমি দস্যু। 


রোববার ( ৫ ফেব্রুয়ারী ) নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নং ডমুরুয়া ইউনিয়ন মতইন গ্রামে বড়ুয়া পাড়ার সংখ্যালঘু বৌদ্ধদের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দোকান পাট নির্মানের প্রতিবাদে বৌদ্ধ পরিবারের সদস্যরা মানববন্ধন করেন এবং উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


উক্ত ঘটনায় এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি'র অভিযোগে ও সেনবাগ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের সামনে মতইন গ্রামের বড়ুয়া পাড়ার সংখ্যালঘু বৌদ্ধদের মানব বন্ধনে মুহূর্তেই সেনবাগ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আলম তুলি ঘটনাস্থলে গিয়ে তাঁর দিকনির্দেশনায় তাৎক্ষণিক চলাচলের পথের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। সেনবাগ উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম আলম তুলি'র প্রশাসনিক হস্তক্ষেপে স্হানীয় জনগণের মাঝে প্রশাসনের ভাবমূর্তি বৃদ্ধি পেয়েছে। 


এসময় সেনবাগ থানার  পুলিশ প্রশাসন, এলাকার জনপ্রতিনিধি,  সাধারণ জনগণ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে চলাচলের পথ উন্মুক্ত করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024