রোববার (৫ ফেব্রুয়ারী )  নোয়াখালী জেলা পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে নোয়াখালী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত  মাস্টার প্যারেডে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন নোয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম, পিপিএম-(বার)। 


এসময় তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্যারেডের মান উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে প্যারাডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস ও টার্ন আউট এর উপর ভিত্তি করে জিএস(গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। 


উক্ত মাস্টার প্যারেডে প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন নোয়াখালীর অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ )  বিজয়া সেন, নোয়াখালী পুলিশ লাইন্সের  সংরক্ষিত পুলিশ পরিদর্শক মফিজুল ইসলাম।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024