|
Date: 2023-02-06 04:40:11 |
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোছলেম কান্সার আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
রোববার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন বলে চট্টগ্রাম খবরকে নিশ্চিত করেন তার পরিবারের একাধিক সদস্য। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমেদ ২০২০ সালের ১৩ জানুয়ারি চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৬৯ সালে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার মধ্য দিয়ে মোছলেম উদ্দিন আহমদ ছাত্র রাজনীতির নেতেৃত্বে আসেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
© Deshchitro 2024