কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিয়ে শেষে ফেরার পথে বরযাত্রীদের সাথে বাজি ধরে নদী সাঁতরে পার হওয়ার সময় এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ যুবকের নাম বাবুল মিয়া (২২)। সে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের মাওলানা পাড়ার আনিছ আলীর পুত্র। রোববার রাত সাড়ে এগারটার দিকে দুধকুমার নদের শহিদুলের ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।



এলাকাবাসী সুত্রে জানাগেছে, পাইকেরছড়া মাওলানা পাড়ার মোজাম্মেল হকের পুত্র  হাসেম আলীর সাথে তিলাই ইউনিয়নের খোচা বাড়ির চর এলাকার  মৃত হযরত আলী মেয়ের সাথে বিয়ে হয়। রোববার (০৫ জানুয়ারি ) রাত সাড়ে এগারটার দিকে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নৌকা যোগে দুধকুমার নদী পারি দেওয়ার সময় বাজি ধরে বরের ফুফাত ভাই বাবুল। ৫০০ টাকা বাজিতে মাঘের কনকনে ঠান্ডায় মাঝ নদীতে ঝাপ দেয় সে। কিছু দূর সাতরে যাওয়ার পর প্রচন্ড স্রোতের তোড়ে পানিতে তলিয়ে যায় বাবুল। রাত থেকে আজ (সোমবার) সকাল সাড়ে দশটা পর্যন্ত নদীর বিভিন্ন জায়গাতে খোজাখুজি করেও বাবুল মিয়ার কোন সন্ধান পাওয়া যায় নাই।



ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ফায়ারসার্ভিস কে জানানো হয়েছে। ফায়ারসার্ভিস এর ডুবুরি দল এলে উদ্ধার কার্যক্রম শুরু হবে।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024