গুপ্তগুহার রত্ন-ভাণ্ডার অনায়াসে লুটে ভাগে

কতগুলি ডোরাকাটা বাঘ-চিতা অশরীরী 

সাবধানী ছেলে পথ হাটতে বাধা পেলেও, তারা না

বিলুপ্তপ্রায় প্রাণী মিথ্যার মোড়ক উন্মোচন করতে গেলে 

রঞ্জিত হয় নৈঃশব্দ্যে খরস্রোতা নদী। 

ধান্দাবাজ পাতিকাকে অলিগলি দূষিত 

নানা দূরভিসন্ধিতে করে কুটুম্বিতা 

উজানিবেলাতেও ঋতুলগ্না অবলাশ্রী বিষাক্ত সর্পের 

দুরন্ত ছোবলে হারায় বেঁচে থাকার শেষ ইচ্ছা 

রাজনীতিগন্ধী মাস্তান সন্ত্রাসী 

যথেচ্ছা ক্রিয়াকর্মে মূর্তিমান আতঙ্ক 

কার অনুকম্পায় বনের শুকর লোকালয়ে আসে? 

হাঙ্গামা-লিপ্ত ফুল বাগানের ফুলে ঝুলে থাকে দেঁতো পতঙ্গ। 

কুৎসিত রটনায় রজনীগন্ধা 

মিডিয়ার বদৌলতে আরো হারায় তার কাঞ্চনপ্রভা 

এক মগজ হাজার বার বিক্রি করেও হই না শান্ত 

এক মস্তক হাজার বার নিচু করেও নীচুর স্বাদ পাই না 

মন কাচের পাত্র নয় অথচ ভেঙে যায় হারিয়ে যায়। 

এ সবই কি ঈশ্বরেচ্ছায়? 





সৌমেন দেবনাথ 

প্রভাষক, মার্কেটিং বিভাগ 

সরকারি মুড়াপাড়া কলেজ। 

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024