|
Date: 2023-02-07 06:56:40 |
কোমলমতি একটি শিশুর
কান ফাটালো কে,
আর কেউ নয় কান ফাটালো
শিক্ষা গুরু যে।
বনের নাকি বাঘ সিংহ
মারতে হবে জোরে,
তোমারও এমন শিশু
আছে নিজ ঘরে।
বিচার এবার হতেই হবে
শিক্ষা এবার পাক,
অনিয়মের কার্য্যালাপ
দূরে দূরে থাক।
চিত্তরঞ্জন সাহা চিতু
বড় বাজার, চুয়াডাঙ্গা।
© Deshchitro 2024