|
Date: 2023-02-07 06:58:07 |
বইয়ের প্রতি হোক সবার ভালোবাসা
নতুন পুরাতন বই বিক্রির আশা।
একুশের অমর বই মেলায়
মেতে উঠছে সব শহর জেলা।
আনন্দ বই মেলায় শিশুদের-বড়দের
ভীড় যেন মেলায় জনসমুদ্রের।
লেখক-পাঠক, প্রকাশকদের অনেক ভাবনা
নতুন বইয়ের মোড়ক উন্মোচনের চেতনা।
একুশ মানে নবউদ্যম সালাম, বরকত রফিকের মত নাম-না-জানা বীর সৈনিকদের স্মৃতি
ভুলা যায়না রয়েছে সম্মান ও প্রীতি।
স্বর্ণা তালুকদার
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
© Deshchitro 2024