|
Date: 2023-02-09 14:33:08 |
যশোর - খুলনা মহাসড়কের অভয়নগরে নওয়াপাড়া তালতলা নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে কাঠ বোঝাই ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে
বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক আব্দুর রউফ মোল্যা (৫০) সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাশেমপুর গ্রামের রজব আলি মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় ট্র্যাকটি বাগেরহাট থেকে কাঠ বোঝাই দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। যশোর- খুলনা মহাসড়কের তালতলা নামক স্থানে ট্রাকটি পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাই। ঘটনাস্থলে ট্রাকের ড্রাইভার আব্দুর রহমান(৫০) মারা যায়। হেলপার সাগর (৪০)আহত হয়। ট্রাকের হেল্পার সাগর জানায় কাঠ বোঝায় করে বাগেরহাট থেকে কুষ্টিয়া যাচ্ছিল। সকালের দিকে ট্রাক চালকের ঘুম ঘুম ভাব আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক ডাইভার আব্দুর রহমান মারা যান। নওয়াপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে অনেক চেষ্টা করে চালক আব্দুর রহমানকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
© Deshchitro 2024