নোয়াখালীর সেনবাগে জহিরুল ইসলাম রকি নামের এক ধর্ষক কে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। 


বৃহস্পতিবার ( ৯ ফেব্রুয়ারী )  নোয়াখালীর সেনবাগে কুলসুম (১৮)  পিতা- মোঃ নুর জামাল,  গ্রাম - উঃ বীজবাগ(চৌধুরী মিয়ার নতুন বাড়ি), থানা -সেনবাগ, জেলা- নোয়াখালী কে ১. মোঃ জহিরুল ইসলাম রকি(২০), পিতা-নুরুল হক, গ্রাম-উঃ বীজবাগ(চৌধুরী মিয়ার নতুন বাড়ি), ২. মকবুল হোসেন হোরণ, পিতা- মৃত আবদুল্লাহ প্রকাশ চৌধুরী, গ্রাম- দক্ষিণ শাহাপুর ( মৌলভী মিয়ার বাড়ি), ৩. মোঃ সাগর (২০), পিতা-অজ্ঞাত, গ্রাম - ফকিরহাট, সর্ব থানা- সেনবাগ, জেলা নোয়াখালী দ্বয় ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা করায় ১নং আসামী মোঃ জহিরুল ইসলাম রকি কে গ্রেফতার করেছে পুলিশ। 

১ নং আসামি কর্তৃক বিগত ১৫-৬-২০২২ তারিখ সকাল ১০ ঘটিকায় ২ নং ও ৩ নং আসামীর সহযোগিতায় ধর্ষণ করিয়া আসিতেছে। এরই মধ্যে বিবি কুলসুম গর্ভবতী হয়ে যাওয়ায় এলাকায় জানাজানির এক পর্যায়ে মিমাংসার চেষ্টা করে। মিমাংসা না হওয়ায় বিবি কুলসুম সেনবাগ থানায় মামলা মামলা দায়ের করে। 

সেনবাগ থানার মামলা নং- ০৫,  তাং-০৯/০২/২০২৩ ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/ ২০০৩) এর ৯(১)/৩০।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন পাটোয়ারী জানান, ধর্ষক ও ধর্ষিতাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024