দাগনভূঞায় ৬০০ বছরের পুরতন দিঘির করুন পরিনতি।একটি পুরনো দিঘির করুন পরিনতি। ফেনি জেলার দাগনভূঞা উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ আলীপুর গ্রামে মোতালেব মুন্সির বাড়ীর পূর্ব পাশে দিঘিটির অবস্থান। দিঘির নাম "কুরবার দিঘি"। দিঘির অতীত চিত্র আর বর্তমান চিত্র সম্পূর্ণ বিপরীত। উপজেলার দক্ষিণ অংশে প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব দৃশ্য ছিল উক্ত দিঘি। দিঘির জল তরঙ্গ দেখতে গ্রীস্মের বিকালে শীতলতার জন্য  দিঘির পাড়ে সমাগম হতো নারী পুরুষ । গ্রীস্ম কালে যখন পানির সংকট দেখা দিত তখন এই দিঘির সচ্ছ পানি উক্ত গ্রামের মানুষের জন্য ছিল আর্শবাদ । অতিথি পাখিদের অবয়ারন্য ছিল মনোমুগ্ধকর ছবি। কিন্তু বর্তমানে সেইসব  দৃশ্য  আর নেই। নানান কারনে দিঘিটির সকল ঐতিহ্য বিলিন হয়ে গেছে। দিঘিতে বিভিন্ন ধরনের পেনা জন্মেছে, মনে হচ্ছে বিস্তৃত ঘাসে ভরা একটি বিশাল মাঠ। দিঘির উত্তর পাড়ে গড়ে তোলা হযেছে ঈদগাহ মাঠ। গত বছর রাজনৈতিক প্রভাবে অবৈধ ভাবে দিঘির হাজার হাজার ঘনফুট বালু উত্তোলন করার কারনেও দিঘির ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক গভীরতার কারনে মধ্যম দিঘিটির তলায় কখনোই  যাওয়া যায়নি। জনশ্রুতি রয়েছে কোন এক সময় দিঘির মধ্যম বিন্দু থেকে বিয়ের জন্য অলৈকিক সকল হান্ডি পাতিল পাওয়া যেত। এই ঘটনা  বয়স্করা জানান, তারা তাদের পূর্ব পুরুষ থেকে শুনেছেন বলে দাবি করেন। প্রায় ১২ শ শতাংশ জায়গায় দিঘির বর্তমান মালিক দক্ষিণ আলীপুর গ্রামের মোস্তাফিজুর রহমান চৌধুরী পেয়ার মিয়া,ভূঞা বাড়ীর লোকজন এবং মোতালেব মুন্সি বাড়ির হাজী আবদুল মান্নান কালু মিয়া। ব্রিটিশ আমলে নবাবরা মতান্তরে ভারতের  শিখ পাঞ্জাবরা এখন থেকে সাড়ে পাঁচ শ থেকে ৬ শ বছর পূর্বে দিঘিটি খনন করেন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024