অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে শেখ আব্দুস সাত্তারের তৃতীয় বই "রাঙা অধর"। বই প্রকাশ করেছে মহীয়সী প্রকাশনী। উক্ত বইটি পাঠক মহলে সাড়া জাগাবে বলে মনে করছেন কবি আব্দস। সাত্তার ছোট বেলা থেকে কবি লেখার প্রতি অনেক আগ্রহী ছিলেন। তিনি বিখ্যাত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার হুরাসাগর সংলগ্ন ভুলবাকুটিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।


কবি একজন সৌখিন মানুষ। বাল্যকাল থেকেই প্রকৃতির প্রতি ছিল তার অসীম প্রেম। আর এই প্রেমই তাকে কবি হিসেবে পরিনত করেছেন। এছাড়াও তিনি শেখ বংশের সংস্কার হিসেবে বেশ পরিচিত লাভ করেছেন। তার লেখার বইগুলোর মধ্যে 


ছবি: লেখক ও পাঠক 


¶ প্রথম কাব্যগ্রন্থ " ব্যাথিত হৃদয় " ২০১৭ সালে মহীয়সী প্রকাশনী।

¶ দ্বিতীয় কাব্যগ্রন্থ " ভালভাসা আজ কারারুদ্ধ " ২০১৮ সালে

¶ মহীয়সী প্রকাশনী।


উক্ত কাব্যগ্রন্থগুলোতে বেশির ভাগ প্রেম, প্রনয়, আবেগ নিয়ে লেখা হয়েছে। আরও লেখা হয়েছে গ্রামের অসম্ভব সুন্দর প্রকৃতি নিয়ে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024