নাজিবুল বাশার, মধুপুর::
টাঙ্গাইলের মধুপুরের মহিষমারা ইউনিয়নে হান্নান হত্যাকান্ডে আসামীদের গ্রেফতার ও নানামুখী হুমকির প্রতিবাদে নিহতের পরিবার সংবাদ সম্মেলন করেছে। গতকাল রোববার দুপুরে মধুপুর প্্েরসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিহত হান্নানের পরিবারের সদস্যরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের বড় ভাই ও মামলার বাদী মো: আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন নিহতের স্ত্রী মীম আক্তার, মা হাসনা বেগম,  বাবা ইদ্রিস আলী, তিন বছরের শিশু কন্যা হাবিবা, চাচা আমজাদ হোসেনসহ পরিবারের অন্তত ২০জন সদস্য ।

লিখিত বক্তব্যে আবু হানিফ দাবী করেন আসামীরা তার পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য নানা ভাবে হুমকি প্রদান করছে। তাদের হুমকিতে পরিবারের সদস্যরা জীবন  ঝুঁকিতে থাকার আশঙ্কা করছেন । তিনি ঘটনায় জড়িত আসামীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। 

উল্লেখ্য, গত ০৪ ফেব্রুয়ারি শনিবার মহিষমারা ইউনিয়নের দক্ষিণ আশ্রা এলাকায় শালিসী বৈঠকে কথা-কাটাকাটি ও  হাতাহাতির ঘটনা ঘটে। পরবর্তীতে মো. ইদ্রিস আলীর ছেলে হান্নান (২৬) অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। গত ৬ ফেব্রুয়ারি নিহতের ভাই আবু হানিফ মহিষমারা ইউনিয়নের চেয়াম্যান মহি উদ্দিনসহ ১৪ জনকে আসামী করে মামলা করেন। পুলিশ  শরাফত আলী সিকদার ও জুয়েল রানা নাামের দুই ইউপি সদস্যকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।
জনপ্রতিনিধিদের আসামী করায় এলাকাবাসী ১১ ফেব্রুয়ারি আশ্রা বাজারে মানব বন্ধন করে। ১২ ফেব্রুয়ারি রোববার মধুপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিহতের পরিবার।


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024