|
Date: 2023-02-12 10:36:26 |
যশোরের কেশবপুরে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উদ্যোগে গরীব অসহায় মেধাবী শিশুদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারী) সকালে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মোঃ ফরিদ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ওই শীত বস্ত্র বিতরণ করেন সংস্থার পরিচালক মোঃ হারুনর রশীদ বুলবুল।
দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উপদেষ্টা শরীয়তপুর জেলা দায়রাজজ জনাব শেখ মফিজুর রহমানের সহধর্মিণী কেশবপুরের কৃতিসন্তান বিশিষ্ট সমাজ সেবক রুখসানা ইসলাম শিল্পীর পাঠানো শীত বস্ত্র বিশ জন অসহায় গরীব মেধাবী শিশুর মাঝে বিতরণ করা হয়। প্রতি বছর তিনি এই সকল কর্মকান্ড চালিয়ে আসছেন। সংস্থার নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন এম এস ডবলু ও এর নির্বাহী পরিচালক মোঃ ইউছুফ আলী, কেশবপুর নবযুগ সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আঃ মজিদ, ডাঃ মোঃ আব্দুল জব্বার, আব্দুল করিম, আলমগীর হোসেন প্রমুখ।
© Deshchitro 2024