|
Date: 2023-02-12 15:53:29 |
নিপা ভাইরাস সংক্রামিত হয়ে পিরোজপুর জেলা পুলিশ লাইনের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে, পুলিশ লাইনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: খলিলুর রহমান এ বিষয়ে বলেন যে গত ৮ই ফেব্রুয়ারি রাতে খেজুরের রস খেয়েছিল পলাশ। তারপরে গতকাল রাত্রে শনিবার হঠাৎ জ্বর এবং বমি হয়।তার অবস্থার অবনতি হওয়ায় প্রথমে পিরোজপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরে পলাশের অবস্থা দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য নির্দেশ দেন এবং দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। শেরে বাংলা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ রবিবার মৃত্যুবরণ করেন।
© Deshchitro 2024