|
Date: 2023-02-13 14:56:55 |
যশোরের অভয়নগরে উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে মানসিক ভারসাম্যহীন মুস্তাক আহম্মেদ বিশ্বাস (৪৭) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
( ১৩ ফেব্রুয়ারি গত রাতে উপজেলার পায়রা ইউনিয়নের সমশপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মুস্তাক আহম্মেদ বিশ্বাস উপজেলার সমশপুর গ্রামের মৃত মোকাম আলী বিশ্বাসের ছেলে। তিনি রাতে বাড়ির পিছনে ছবেদা গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এলাকাবাসী জানায়, মুস্তাক আহম্মেদ বেশ কিছু দিন যাবত মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন। রাত আনুমানিক ১টার দিকে বাড়ির পিছনে বড় একটি ছবেদা গাছের মগ ডালে গলায় গরুর দড়ি লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। প্রতিবেশিদের সহযোগিতায় তার স্ত্রী ও ছেলেরা ঝুলান্ত লাশ উদ্ধার করেন। এ ঘটনায় ময়নাতদন্ত ছাড়ায় লাশ দাফন করা হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী।
মুস্তাক আহম্মেদের বড় ছেলে মেহেদী হাসান জানান , বাবা প্রতিদিনের মত রাতে খাবার খাওয়া শেষ করে ঘুমিয়ে ঘুমাতে যায়। পরে রাতে আমার মা দেখেন তিনি বিছানাতে নাই। ওই সময় আমি ও মা খোঁজাখুঁজি করতে থাকি। আমাদের বাড়ির পিছনে ছবেদা গাছে ঝুলন্ত অবস্থায় আমার বাবাকে দেখতে পায়। চিৎকার দিলে প্রতিবেশিরা ছুটে আসে এবং গাছ থেকে বাবাকে মৃত অবস্থায় নামিয়ে আনা হয়। আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন।
এসআই বাবুল জানান, এলাকাবাসীদের মুঠোফোনে জানতে পারি মুস্তাক আহম্মেদ বিশ্বাস আত্মহত্যা করেছেন। তাই সুরতাল রিপোর্টা করে লাশ দিয়ে দেওয়া হয়েছে।
অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মুস্তাক আহম্মেদ নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছে। তার পরিবার ও এলাকাবাসীদের মতে তিনি মানষিক ভাবে ভারসাম্যহীন ছিলেন।
© Deshchitro 2024