নোয়াখালীর কবিরহাটে ও সেনবাগে আগুনে ৯ টি ঘর ভস্মীভূত। এতে প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষয়- ক্ষতি হয়েছে বলে দাবী ভুক্তভোগী ক্ষতিগ্রস্হদের।

সোমবার (১৩ ফেব্রুয়ারী ) সন্ধ্যা ৭ টার সময় সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের দড়ি গোর কাটা গ্রামের হাজারী বাড়ি ও কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের মফিজ মিস্ত্রি বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


আগ্নিকাণ্ডের সূত্রপাতের পর প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে তা নিয়ন্ত্রণে আনে সেনবাগ ও মাইজদী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।


এলাকাবাসী ও সংশ্লিষ্ট থেকে জানা গেছে , সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দড়ি গোর কাটা গ্রামের হাজারী বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে একটি বসত ঘরে আগুন লেগে যায়। পরে ওই আগুন ছড়িয়ে পড়লে একই বাড়ির আরো আটটি ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।


অপরদিকে, কবিরহাট উপজেলার ৩ নং ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ল্যাংড়ার দোকানের দক্ষিণ পাশে মফিজুল্লাহ মিস্ত্রি বাড়িতে রান্না ঘরের চুলার আগুন থেকে একটি টিন শেড বসত ঘরে আগুনে লাগে।


পরে মাইজদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ততক্ষণে পুরো ঘর পুড়ে ভস্মীভূত হয়। অগ্নিকান্ডের খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস একদল সদস্য ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেন সেনবাগ-কবিরহাট ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মো: সাদ্দাম আলী ও খুরশিদ আলম। তারা বলেন, তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024